বাগিচায় বুলবুলি তুই লিরিক্স-bagichay bulbuli tui lyrics

সমগ্র বাঙালির কাছে নজরুল সংগীত হলো একটা আবেগময় স্থান যা যুগের পর যুগ ধরে বাঙালির কাছে নতুন হয়েই রয়ে যাবে। প্রেম, বিরহ, প্রকৃতি প্রায় সমস্ত বিষয়ের উপরেই তিনি গান লিখেছেন। তিনি প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা করেছেন। তাই তাঁর সুবিশাল গানের ভান্ডার থেকে শ্রেষ্ঠ সংগীত গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি সাথেই থাকবেন, ধন্যবাদ ।

বাগিচায় বুলবুলি তুই লিরিক্স-bagichay bulbuli tui lyrics
বাগিচায় বুলবুলি তুই

ধরনঃ নজরুল গীতি
গীতিকারঃ bagichay bulbuli tui lyrics
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গেয়েছেনঃ মানবেন্দ্র মুখোপাধ্যায়
অ্যালবামঃ অজ্ঞাত

বাগিচায়-বুলবুলি-তুই-ফুল-শাখাতে-দিসনে-আজই-দোল।
আজোতা’র-ফুল-কলিদের- ঘুম-টুটেনি-তন্দ্রাতে-বিলোল।
আজো-হায়-রিক্ত-শাখায়-উত্তরী-বায়-ঝুরছে-নিশিদিন,
আসেনি- যখন’ হাওয়া- গজল গাওয়া- মৌমাছি বিভোল।।
কবে সে- ফুল কুমারী- ঘোমটা চিরি- আসবে বাহিরে,
গিশিরের-স্পর্শমুখে-ভাঙ্গবে-রে ঘুম-রাঙবে-রে কপোল।।
ফাগুনের-মুকুল-জাগা-দুকুল-ভাঙ্গা-আসবে-ফুলের বান,
কুঁড়িদের- ওষ্ঠপুটে- লুটবে হাসি- ফুটবে গালে- টোল।।
কবি তুই- গন্ধে ভু’লে- ডুবলি জলে কূল- পেলিনে আর,
ফুলে তোর-বুক-ভরেছিল-আজকে-জলে-ভরবে-আঁখির-কোল।।
*********************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.