বাংলা গজল আমরা যত শুনি ততোই আমাদের প্রাণকে ছুয়ে যায়। আধুনিক ডিভাইসের সাহায্যে গজল এর মাত্রাকে আরও সুন্দর ও গ্রহণযোগ্য করেছে। বাংলা অসংখ্য গজল থেকে বাহাই করে কাজী নজরুল ইসলাম এর অত্যন্ত জনপ্রিয় গজল "" ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ "" আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি গজলটি আপনাদের বেশ ভাল লাগবে।
ও মন রমজানের ঐ রোজার শেষে
ধরনঃ নজরুল গীতি
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গেয়েছেনঃ রুনা লায়লা ও সহ শিল্পীবৃন্দ
অ্যালবামঃ অজ্ঞাত
ও মন-রমজানের-ঐ-রোজার-শেষে-এলো-খুশীর-ঈদ।
তুই-আপনাকে-আজ-বিলিয়ে-দে শোন্-আসমানী-তাগিদ।।
তোর সোনা-দানা বালাখানা সব রাহেলিল্লাহ্।
দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।।
আজ-পড়বি-ঈদের-নামাজ-রে মন-সেই-সে ঈদ-গাহে।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ-ভুলে-যা তোর-দোস্ত ও দুশমন-হাত-মিলাও-হাতে।
তোর-প্রেম-দিয়ে-কর-বিশ্ব-নিখিল-ইসলামে-মুরীদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শির্নী তৌহিদের।
তোর দাওয়াতে কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।।
কোন মন্তব্য নেই: