কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ খ্রিঃ চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ , ভারত) এ জন্ম গ্রহণ করেন। তিনি বাংলায় বহু গান লিখে গেছেন। আজ তারই একটি জনপ্রিয় গান আপনাদের মাঝে তুলে ধরব " পরজনমে দেখা হবে প্রিয়" ।
পরজনমে দেখা হবে প্রিয়
ধরণঃ নজরুল সংগীত
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
রাগঃ পরজ, তালঃ একতাল
পরজনমে দেখা হবে প্রিয়।
ভুলিয়ো মোরে হেথা ভুলিয়ো॥
এ জনমে যাহা বলা হল না,
আমি বলিব না, তুমিও বোলো না।
জানাইলে প্রেম করিয়ো ছলনা,
যদি আসি ফিরে, বেদনা দিয়ো॥
হেথায় নিমেষে স্বপন ফুরায়,
রাতের কুসুম প্রাতে ঝরে যায়,
ভালো না বাসিতে হৃদয় শুকায়,
বিষ জ্বালা-ভরা হেথা অমিয়॥
হেথা হিয়া ওঠে বিরহে আকুলি,
মিলনে হারাই দু-দিনেতে ভুলি,
হৃদয় যথায় প্রেম না শুকায়,
সেই অমরায় মোরে স্মরিয়ো॥
কোন মন্তব্য নেই: