মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে গজল লিরিক্স

গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। তবে ১৯৩৮ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৬ মাস।
গ্রন্থঃ বনগীতিকা- [১৯৩২]
দ্বিতীয় সংস্করণঃ ১৩৫৯, বঙ্গাব্দের ১১ই, জ্যৈষ্ঠ (২৫ মে, ১৯৫২)
নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। বনগীতি দ্বিতীয় খণ্ড। ৮। পৃষ্ঠা ১১৭]
নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ৫৫২ সংখ্যক গান। তাল: কাহারবা। পৃষ্ঠাঃ ১৬৮]
রেকর্ডঃ টুইন [ডিসেম্বর ১৯৩৮ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৫)]। এফটি ১২৬৩৩। শিল্পী আব্বাস উদ্দিন [শ্রবন নমুনা]
পত্রিকাঃ মোহাম্মদী। চৈত্র ১৩৪৫ (মার্চ-এপ্রিল ১৯৩৯)।
স্বরলিপিকার ও স্বরলিপিঃ
সুধীন দাশ ও সেলিনা হোসেন। নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৭শ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। পৌষ, ১৪২১ বঙ্গাব্দ/ জানুয়ারি, ২০১৫ খ্রিষ্টাব্দ]। ২০ সংখ্যক গান। [নমুনা]
পর্যায়ঃ
বিষয়াঙ্গঃ ভক্তি [ইসলামী গান]
সুরাঙ্গঃ স্বকীয় বৈশিষ্ট্যের সুর

মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে গজল লিরিক্স
মোহাম্মদ নাম জপেছিলি 

গেয়েছেনঃ আব্বাস উদ্দিন আহমেদ
বনগীতি (১৯৩২)
তালঃ কাহারবা

মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই-কি রে-তোর-কণ্ঠের-গান এমন-মধুর লাগে॥

ওরে গোলাব! নিরিবিলি
বুঝি নবির কদম ছুঁয়েছিলি,
তাই-তাঁর-কদমের-খোশবু-আজও-তোর-আতরে-জাগে।
মোর নবিরে লুকিয়ে দেখে
তাঁর পেশানীর জ্যোতি মেখে
ওরে ও চাঁদ, রাঙলি কি তুই গভীর অনুরাগে॥

ওরে ভ্রমর, তুই কি প্রথম
চুমেছিলি নবির কদম,
আজও গুনগুনিয়ে সেই খুশি জানাস রে গুলবাগে।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.