" মাটির দেহ ক্ষয় করিলাম " গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বারী সিদ্দিকী। গানটির এলবাম এর নাম হলো" দুঃখ রইলো মনে "। আশা করি গানটি আপনাদের বেশ ভালো লাগবে।
মাটির দেহ ক্ষয় করিলাম
শিল্পীঃ বারী সিদ্দিকী
এলবামঃ দুঃখ রইলো মনে
মাটির দেহ ক্ষয় করিলাম
তবু যদি সুখের দেখা মেলে
মাটির দেহ ক্ষয় করিলাম
তবু যদি সুখের দেখা মেলে
অন্তজ্বালায় জ্বলি শুধু
অন্তজ্বালায় জ্বলি শুধু
সুখে্র বদলে যদি
সুখের দেখা মেলে।
মাটির দেহ ক্ষয় করিলাম
তবু যদি সুখের দেখা মেলে!!
মানুষ এমন খেলার পুতুল
নিজেই জানেনা
কোন কারণে ভাঙ্গে কপাল
কিছুই বুঝিনা আমি কিছুই বুঝিনা
সব হারাইয়া একা বইয়া
সব হারাইয়া একা বইয়া
কাঁন্দি নদীর কূলে যদি সুখের দেখা মেলে
মাটির দেহ ক্ষয় করিলাম
তবু যদি সুখের দেখা মেলে!!
ভাঙ্গা মন কখনো জানি
জুরা লাগেনা..
ফাগুন এসে তা চলে যায়
কিছুই মেলেনা হায়রে কিছুই মেলেনা
পথ চাইয়া অন্ধ হইয়া
পথ চাইয়া অন্ধ হইয়া
থাকি সবি ভুলে যদি সুখের দেখা মেলে
মাটির দেহ ক্ষয় করিলাম
তবু যদি সুখের দেখা মেলে!!
অন্তজ্বালায় জ্বলি শুধু
অন্তজ্বালায় জ্বলি শুধু
সুখে্র বদলে যদি
সুখের দেখা মেলে।
মাটির দেহ ক্ষয় করিলাম
তবু যদি সুখের দেখা মেলে!!
কোন মন্তব্য নেই: