সোয়া চান পাখি গানের লিরিক্স-shua chan pakhi

সোয়া চান পাখি গানটি বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী বারী সিদ্দিকী। তিনি  (১৫ নভেম্বর ১৯৫৪ – ২৪ নভেম্বর ২০১৭) বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি/আমার গায়ে যত দুঃখ সয়/সাড়ে তিন হাত কবর/পুবালি বাতাসে/তুমি থাকো কারাগারে/রজনী প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।

সোয়া চান পাখি গানের লিরিক্স-shua chan pakhi
সোয়া চান পাখি আমার

কন্ঠঃ বারী সিদ্দিকী

কথাঃ উকিল মুন্সি

সুরঃ উকিল মুন্সি

চলচ্চিত্রঃ শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)

পরিচালকঃ হুমায়ূন আহমেদ


সোয়া চান পাখি আমার

সোয়া চান পাখি 


আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।।

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি।।


আজ কেনো হইলে নীরব

মেলো দুটি আখিরে পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি


বুলবুলি আর তোতা ময়না,

কতো নামে ডাকি

তরে কত নামে ডাকি

শিকল কেটে চলে গেলে

কারে লইয়া থাকিরে পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি


তোমার আমার এই পিরিতি

চন্দ্র সুয্র সাক্ষী।।


হঠাত করে_ চলে গেলে 

বুঝলাম না চালাকিরে পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

সোয়া চান পাখি আমার সোয়া চান পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.