বারী সিদ্দিকী বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া " শুয়া চান পাখি"/আমার গায়ে যত দুঃখ সয়/ সাড়ে তিন হাত কবর/ পুবালি বাতাসে/ তুমি থাকো কারাগারে/ রজনী আমার গায়ে যত দুঃখ সয়/ ওগো ভাবিজান নাউ বাওয়া/ মানুষ ধরো মানুষ ভজো প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত। বারী সিদ্দিকীর জন্ম ১৫ নভেম্বর ১৯৫৪ এবং মৃত্যু ২৪ নভেম্বর ২০১৭।
পূবালী বাতাসে
গেয়েছেনঃ বারী সিদ্দিকী
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
পূবালী বাতাসে
বাদাম দেইখ্যা,চাইয়া থাকি
আমার নি কেউ আসেরে..বাদাম দেইখ্যা
চাইয়া থাকি আমার,নি কেউ আসেরে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
যেদিন হতে নয়া পানি
আইলো বাড়ির ঘাটে সখী রে
আইলো বাড়ির ঘাটে
অভাগিনীর,মনে কত
শত কথা ওঠে রে অভাগিনীর
মনে কত,শত কথা ওঠে রে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
গাঙ্গে দিয়া যায় রে কত
নায়-নাইওরির নৌকা সখী রে
নায়-নাইওরির নৌকা
মায়ে-ঝিয়ে,বইনে-বইনে
হইতেছে যে দেখা রে মায়ে-ঝিয়ে
বইনে-বইনে হইতে,ছে..যে দেখা রে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
আমারে নিলনা নাইওর
পানি থাকতে তাজা সখী রে
পানি থাকতে তাজা আমি
দিনের পথা,দলে যাইতাম
রাস্তা হইত সোজা রে দিনের পথা
দলে যাইতাম রাস্তা,হইত সোজা রে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
কতলোকে যায় রে নাইওর
এই না আষাঢ় মাসে সখী রে
এই না আষাঢ় মাসে
উকিল মুন্সীর,হবে নাইওর
কার্তিক মাসের শেষে রে উকিলেরই
হবে নাইওর,কার্তিক মাসের শেষে রে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
পূবালী বাতাসে
বাদাম দেইখ্যা,চাইয়া থাকি
আমার নি কেউ আসেরে বাদাম দেইখ্যা
চাইয়া থাকি,আমার নি কেউ আসেরে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে।
কোন মন্তব্য নেই: