তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় বাংলা lyrics

তুমি সুন্দর তাই চেয়ে তাকি প্রিয় | Tumi shundor tai cheye taki priyo | ১৩৫২ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (মে, ১৯৫৯) প্রমীলা নজরুল ইসলাম ১৬, রাজেন্দ্রলাল স্ট্রিট, কলিকাতা-৬, এই বুলবুল (২য় খন্ড) নামীয় সঙ্গীত গ্রন্থটি প্রকাশ করেন। গ্রন্থটির পরিবেশক ছিলেন ডি এম লাইব্রেরি। মূল্য আড়াই টাকা। গ্রন্থটিতে গান ছিল ১০১টি। কবি-পত্নী প্রমীলা নজরুল ইসলাম প্রকাশিকার ভূমিকায় লেখেন, “কবির আধুনিক গানগুলি সংকলন করে “বুলবুল” (২য়) প্রকাশ করা হলো।

(২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিষ্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় বাংলা lyrics
তুমি সুন্দর তাই চেয়ে থাকি

কাজী নজরুল ইসলাম

তালঃ দাদরা

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ?

চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী

বলে না তো কিছু চাঁদ।।

চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল

ফুল বলে না তো সে আমার ভুল

মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী

মেঘ করে না তো প্রতিবাদ।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ?।

জানে সূর্যেরে পাবে না

তবু অবুঝ সূর্যমুখী

চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে

দেখিয়াই সে যে সুখী।।

হেরিতে তোমার রূপ-মনোহর

পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।

মিটিতে দাও হে প্রিয়তম মোর

নয়নের সেই সাধ।।

তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়

সেকি মোর অপরাধ?

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.