তোরা দেখে যা আমিনা মায়ের কোলে বাংলা lyrics
- "তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে" গানটি কাজী নজরুল ইসলাম এর লেখা ও সুর করা। গানটি গেয়েছেন মোহাম্মদ রাফি। কাজী নজরুল ইসলাম বাংলা সংগীতে এক অবিস্মরণীয় ব্যক্তি। তিনি বাংলায় প্রায় ৩০০০ এর ও বেশি গান লিখে গেছেন, যা কালের পর কাল আজও বিভিন্ন বিখ্যাত গায়কগণ তার লেখা নিয়ে গবেষণা করছেন। আজ আপনাদের মাঝে তারই লেখা একটি গান তুলে ধরলাম।
- তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে
গেয়েছেনঃ মোহাম্মদ রাফিগীতিগ্রন্থ, জুলফিকার (১৯৩২)তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে।
মধু পূর্ণিমারই সেথা চাঁদ দোলে॥
যেন উষার কোলে রাঙা রবি দোলে॥
কুল-মখ্লুকে আজি ধ্বনি উঠে, কে এল ওই,
কলেমা শাহাদতের বাণী ঠোঁটে, কে এল ওই,
খোদার জ্যোতি পেশানীতে ফোটে, কে এল ওই,
আকাশ গ্রহ তারা পড়ে লুটে, – কে এল ওই,
পড়ে দরুদ ফেরেশতা,
বেহেশ্তে সব দুয়ার খোলে॥
মানুষে মানুষের অধিকার দিল যে জন,
‘এক আল্লাহ্ ছাড়া প্রভু নাই’কহিল যে জন,
মানুষের লাগি চির-দীন বেশ নিল যে জন,
বাদশা ফকিরে এক শামিল করিল যে জন,
এল ধরায় ধরা দিতে সেই সে নবি,
ব্যথিত মানবের ধ্যানের ছবি,- আজি মাতিল বিশ্ব-নিখিল মুক্তি-কলরোলে॥
কোন মন্তব্য নেই: