নষ্ট জীবন দিয়ে কি আর আমি করবো-লিরিক্স

 আজ আপনাদের মাঝে বাংলার জনপ্রিয় কন্ঠ শিল্পী বারী সিদ্দকীর বাংলা ছায়াছবি মাটির ফুল ছবিতে গাওয়া " নষ্ট জীবন দিয়ে কি আর করবো " গানটি তুলে ধরব। আশা করি আপনাদের নিকট গানটি বেশ ভাল লাগবে।

নষ্ট জীবন দিয়ে কি আর আমি করবো-লিরিক্স
নষ্ট জীবন দিয়ে কি আর করবো

গেয়েছেনঃ বারি সিদ্দিকী
এলবামঃ মনে বড় জ্বালা
রিলিজঃ ২০১২

নষ্ট জীবন দিয়ে

কি আর আমি করব,
জীবন যদি বদল করা যেত,
ভাল জীবন হত
আমার ভাল জীবন হত।

ও মাতাল হয়ে থাকি যদি
ভুলতে পারি জ্বালা,
ক্ষনিক পরে দুঃখ বাড়ে
ভাঙ্গে রঙের মেলা।

দুঃখ ফিরত দিয়ে যদি
সুখ পাওয়া যেত,
সুখের জীবন হত
আমার সুখের জীবন হত।

ও নদীর কাছে গিয়ে যদি
বাধি নতুন ঘর,
সব কিছু ভেঙ্গে দেয় যে
কাল বৈশাখীর ঝড়।

আঁধার ফেরত দিয়ে যদি
চন্দ্র কেনা যেত,
পাপের জীবন যেত
আমার পাপের জীবন যেত।

নষ্ট জীবন দিয়ে
কি আর আমি করবো,
জীবন যদি বদল করা যেত,
ভালো জীবন হত
আমার ভালো জীবন হত।
ভালো জীবন হত
আমার ভালো জীবন হত ।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.