আমার গায়ে যত দুঃখ সয় লিরিক্স-amar gaye joto

বাংলা সুরের ভাবের শিল্পী বা দুঃখগাথা শিল্পী যাকে বলা হয় তিনি হলেন বারী সিদ্দিকী। তার জন্ম ১৫ নভেম্বর ১৯৫৪ এবং মৃত্যু ২৪ নভেম্বর ২০১৭। তিনি বাংলায় বহু গান গেয়েছেন, যা আমাদের মাঝে তার দুঃখগাথা গান গুলো আনমনেই গেয়ে ওঠে। আজ আপনাদের মাঝে তার আরেকটি জনপ্রিয় গান তুলে ধরলাম।
আমার গায়ে যত দুঃখ সয় লিরিক্স-amar gaye joto

আমার গায়ে যত দুঃখ সয়

গেয়েছেনঃ বারি সিদ্দিকী
এলবামঃ মাটির দেহ

আমার গায়ে যত দুঃখ সয়
বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।।

নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে
মন দিয়াছি এই ভেবে
সাক্ষী কেউ ছিলনা সেসময়।
সাক্ষী শুধু চন্দ্র-তারা,
একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু
ত্রিভুবনের বিচার যেদিন হয়।।

নিঠুর বন্ধু রে, দুঃখ দিয়া হিয়ার ভিতর
একদিনও না লইলে খবর
এইকি তোমার প্রেমের পরিচয় ও বন্ধুরে।
মিছামিছি আশা দিয়া
কেন বা প্রেম শিখাইলা রে বন্ধু
দূরে থাকা উচিত কি আর হয়।।

(পাষাণ বন্ধুরে) নিঠুর বন্ধুরে, বিচ্ছেদের বাজারে গিয়া
তোমার প্রেম বিকি দিয়া
করব না প্রেম-আর যদি কেউ-কয় ও বন্ধুরে।
উকিলের হয়েছে জানা
কেবলই চোরের কারখানা রে বন্ধু
চোরে চোরে বেয়াই আলা হয়।।

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.