আমার ঘরেও জ্বালা বাইরে জ্বালা গানের লিরিক্স

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী বারী সিদ্দিকীর জন্ম ১৫ নভেম্বর ১৯৫৪ এবং মৃত্যু ২৪ নভেম্বর ২০১৭। তিনি বাংলায় বহু গান গেয়েছেন, যা আমাদের মাঝে তার দুঃখগাথা গান গুলো আনমনেই গেয়ে ওঠে।

আমার ঘরেও জ্বালা বাইরে জ্বালা গানের লিরিক্স
আমার ঘরেও জ্বালা বাইরেও

গেয়েছেনঃ বারী সিদ্দিকী
এলবামঃ অপরাধী হলেও আমি তোর

আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে

ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
জ্বালা রাইতে দিনে,,,,
একমাত্র তোর প্রেমের কারনে
হায়রে একমাত্র তোর প্রেমের কারনে
আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
জ্বালা রাইতে দিনে
একমাত্র তোর প্রেমের কারনে

আমি,,,,,
আশায় আশায় বাঁধলাম বাসা
দুখের ব্রা দিয়া
দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া
আমি আশায় আশায় বাঁধলাম বাসা
দুখের ব্রা দিয়া
দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া

বনের পাখি কান্দেরে বনে
বনের পাখি কান্দেরে বনে
আমারি কান্দনে,,,,

একমাত্র তোর প্রেমের কারনে
হায়রে একমাত্র তোর প্রেমের কারনে
আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
জ্বালা রাইতে দিনে
একমাত্র তোর প্রেমের কারনে
হায়রে একমাত্র তোর প্রেমের কারনে

আমার,,,,
অন্তরে বিরহের অনল
জ্বলে রইয়া রইয়া
আমায় ছেরে ও বন্ধু রে কই রইলে লুকাইয়া
আমার অন্তরে বিরহের অনল
জ্বলে রইয়া রইয়া
আমায় ছেরে ও বন্ধু রে কই রইলে লুকাইয়া
আমি নিত্য নিত্য সাজাই রে বাসর
নিত্য নিত্য সাজাই রে বাসর
গোপনে গোপনে
একমাত্র তোর প্রেমের কারনে
আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে
জ্বালা রাইতে দিনে
একমাত্র তোর প্রেমের কারনে
হায়রে একমাত্র তোর প্রেমের কারনে।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.