" আমার মন্দ স্বভাব জেনেও তুমি" গানটি গেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী বারী সিদ্দিকী। তিনি (১৫ নভেম্বর ১৯৫৪ – ২৪ নভেম্বর ২০১৭) বাংলাদেশের একজন খ্যাতিমান সংগীত শিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। তিনি তার গাওয়া ‘শুয়া চান পাখি/আমার গায়ে যত দুঃখ সয়/সাড়ে তিন হাত কবর/পুবালি বাতাসে/তুমি থাকো কারাগারে/রজনী প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত।
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
গেয়েছেনঃ বারি সিদ্দিকী
এলবামঃ দুঃখ রইলো মনে
রিলিজঃ ২০১২
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।।
আমি তো ভুলে থাকি আমারও রঙ্গে।
তবু তুমি কেনো থাকো,
এই মানুষের সঙ্গে।
অনাদরে থেকেও তুমি
রাখো আমায় যতন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।।
আমি তো পারি শুধু যন্ত্রণা দিতে,
তবু তুমি আশা করো ভালো কিছু পেতে,
অবহেলা পেয়েও তুমি,
কেনো চাও যে আপন করে।
এত ভালো হয় কি মানুষ,
নিজের ক্ষতি করে।।
কোন মন্তব্য নেই: