অনুপম রায় ২৯ শে মার্চ, ১৯৮২ সালে ভারতে জন্ম গ্রহণ করেন। তিনি ভারতীয় সংগীতের অসংখ্য গানের গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর এবং কম্পোজার। সুপ্রিয় বন্ধুগণ আজ আপনাদের মাঝে তারই একটি জনপ্রিয় গান "আমার দুঃখগুলো কাছিমের মতো" তুলে ধরছি।
আমার দুঃখগুলো কাছিমের মতো
গেয়েছেনঃ অনুপম রায়
ছায়াছবিঃ দৃষ্টিকোণ
আমার দুঃখগুলো কাছিমের মতো,
আমার দুঃখগুলো কাছিমের মতো
গুটি গুটি পায়ে আর এগোতে পারে না।
আমার দুঃখগুলো কাছিমের মতো,
আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না।
আমার কষ্টগুলো ডালিমের মতো,
লালের জমাট কেউ ভাঙতে পারে না।
শহরে বৃষ্টি নামে জল জমে রাস্তায়,
নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায়।
কাঁচের বয়ামে রাখা ভালোবাসা যতনে,
হঠাৎ শব্দ শোনে মহিরুহু পতনের।
তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের গান,
শুনে যাই।
আমার দুঃখগুলো ঝাপটায় ডানা,
আমার দুঃখগুলো ঝাপটায় ডানা,
সুনীল আকাশ তবু উড়তে পারে না।
নিমেষে মিলিয়ে যায় পালতোলা দিন গুলো
ফাঁকা পথটা নিরথ সারাগায়ে স্মৃতি ধুলো
একটা ঝড়ে সব স্বপ্নেরা পিষে যায়
অমরত্বের দাবি সমূদ্রে মিশে যায়
তুমি আমি মুখোমুখি নীরবতা পালনের,
গান শুনে যাই
আমার দুঃখগুলো কাছিমের মতো
গুটি গুটি পায়ে আর এগোতে পারে না।
আমার কষ্টগুলো ডালিমের মতো
লালের জমাট কেউ ভাঙতে পারে না।
Amar Dukkhogulo Kachimer Moto
Amar Dukkhogulo Kachimer Moto
Guti Guti Paaye Ar Egote Pare Na…
Amar Dukkhogulo Kachimer Moto
Amake Chariye Ar Egote Pare Na
Amar Kosto gulo Dalimer Moto
Laler Jomat Keu Vangte Pare Na..
Shohore Brishti Namey Jol Jome Rastay
Nagorik Abhishape Kobitara Vese Jay
Kancher Boyome Rakha Valobasa Jotone
Hotath Shobdo Shone Mohiruho Potoner
Tumi Ami Mukhomukhi Nirobota Paloner Gaan
Shune Jai ..
Amar Dukkhogulo Jhaptay Dana
Amar Dukkhogulo Jhaptay Dana
Shunil Akash Tobu.. Bolte Pare na
Nimishe Miliye Jay Paltola Din Gulo
Faka Poth-ta Niroth Sara-gaye Smriti Dhulo
Ekta Jhore Shob Shopnera Pishe Jay
Amorotter Dabi Somudre Mishe Jay
Tumi Ami Mukhomukhi Nirobota Paloner Gaan
Shune Jai
Amar Dukkhogulo Kachimer Moto
Guti Guti Paaye Ar Egote Pare Na
Amar Kosto gulo Dalimer Moto
Laler Jomat Keu Vangte Pare Na
কোন মন্তব্য নেই: