গা ছুঁয়ে বলছি-Ga Chhunye Bolchhi bengali lyrics

 অনুপম  রায় ২৯ শে মার্চ, ১৯৮২ সালে ভারতে জন্ম গ্রহণ করেন। তিনি ভারতীয় সংগীতের অসংখ্য গানের গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর এবং কম্পোজার। সুপ্রিয় বন্ধুগণ আজ আপনাদের মাঝে তারই একটি জনপ্রিয় গান "গা ছুঁয়ে বলছি" তুলে ধরছি।

গা ছুঁয়ে বলছি-Ga Chhunye Bolchhi bengali lyrics
গা ছুঁয়ে বলছি

অনুপম রায়

বলো কেমন তোমার মন মেজাজ

আমি এই গলির তীরন্দাজ,
সে যে ভাবছি,
কাল বিকেলে ধরবো হাত
বাক্যবানে করবো কাত,
ভাবছি যত তার ও বেশি ঘামছি।
তোমার বাবার উচ্চস্বর
যেন কংশরাজের বংশধর,
শুধু কাশছে,
অফিস যাওয়ার নামটি নেই
বারান্দা তে ফোন হাতেই,
আমার দিকে বিশ্রী ভাবে তাকাচ্ছে
আমি তোমার গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে,
মাসিমা-র পা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে।।
পুজোর আগে নীল আকাশ
গান শোনানোর অবকাশ,
ভালো লাগছে,
তোমার নাটকের পঙ্গপাল
রিহার্সালে নাজেহাল,
ফালতু সবার সময় গুলো খাচ্ছে।
তার চেয়ে এসো মাঝ দুপুর
ছিপ ফেলেছি ওই পুকুর,
তুমি আসবে,
একটা সিন্ তো লিখতে দাও
তার পরে ডিসিশন নাও,
রাখবে কি না অন্য কোথাও থাকবে।
আমি তোমার গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে,
মাসিমা-র পা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে।।
পাশ কাটিয়ে যাচ্ছ রোজ
দেখাচ্ছ তুমি অস্বাভাবিক ব্যাস্ত,
তুমি কি দেখতে পাও না ?
নাকি তুমি দেখতে চাও না ?
থাক আমি দূরে চলে যাই।
আমার ও ইগো আছে
আমার ও ইগো আছে,
ওগো আমার ইগো আছে ..
ইগো ফিগো ফেলে গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে, আমার
গা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে,
মাসিমা-র পা ছুঁয়ে বলছি
তোমায় দারুন লাগে আমার,
গা ছুঁয়ে বলছি,
তোমায় দারুন লাগে।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.