আজ আপনাদের মাঝে ভারতের খ্যাতনামা সংগীত শিল্পী অনুপম রায় এর " একবার বল নেই" গানটি তুলে ধরব। আশা করি গানটি আপনাদের নিকট বেশ ভাল লাগবে।
একবার বল নেই
লিরিচিস্টঃ সৃজিত মুখার্জি
গেয়েছেনঃ অনুপম রায়
মুভিঃ বাইশে শ্রাবণ
যেখানে শুরুর কথা, বলার আগেই শেষ
সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারি অভ্যেস
যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘাম
সেখানেই-ছুটবো-ভাবি, গিলবো-গল্প, ভুল হবে-বানান
এই বুঝি ফস্কালো হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে ।
প্রত্যেকদিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে ।
একবার বল নেই
তোর কেউ নেই, কেউ নেই
কেউ নেই. , , , ,
যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই-আড়াল-পেলে, ভাঙছি-আমি, হচ্ছি যে-নিখোঁজ
যেখানে ডাক পাঠালে মৃতদেহের ভিড়ে
সেখানেই-তুলছি-ছবি, টলছি-নেশায়, আসছি-আবার-ফিরে
এই বুঝি ফস্কালো হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে ।
প্রত্যেকদিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে ।
আজ শেষমেশ নেই
তোর কেউ নেই, কেউ নেই
কেউ নেই , , , ,
একবার বল লিরিক্স- অনুপম রায়
Jekhane shurur kotha, bolar agei shesh
Sekhane mukh dubiye khunjte chawa amari ovyesh.
Jekhane roud palano bikel belar gham
Sekhanei chhutbo bhabi-gilbo golpo-bhul hobe banan.
Ei bujhi foskalo haat arr kaalo raat
Kore somoy gelo aayojone.
Protyek din bhoy pawar sob icche gulo
Onek jhoree shobdo shone.
Ekbar Bol Nei
Tor Keu Nei, keu nei
Keu nei...
কোন মন্তব্য নেই: