১৯৫৩ সালের ১৯ জানুয়ারি অঞ্জন দত্তের জন্ম হয়। তার ছেলেবেলা কাটে দার্জিলিঙয়ে। সেখানকার সেইন্ট পল’স স্কুলে তার শিক্ষাজীবনের শুরু হয়। তিনি কলকাতায় বেশ কয়েকটি ছায়াছবিতে কাজ করেছেন, তাছাড়া তিনি সাংবাদিকতাও করেছেন। সুপ্রিয় বন্ধুগণ আজ আপনাদের মাঝে অঞ্জন দত্তের বিখ্যাত গান "তুমি আসবে বলে তাই" গানটি তুলে ধরব।
তুমি আসবে বলে তাই
কথা ও সুরঃ অঞ্জন দত্ত
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাই
আর একটা করে দিন চলে যায়।
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর হাজার হাজার মানুষ মরে যায়।
দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে
শুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায়।
কাছে আসবে বলে অন্ধকারে হাতড়ে মরে ওরা
তবু শরীর দুটো থাকে আলাদা।
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়।
সময় ছুটে চলে
আমি আটকে পড়ে রই
আমার রাস্তা আঁটে আমি আঁটি না।
চোখে নিয়ে-স্বপ্ন বুকে-নিয়ে অনেক-অনেক কথা
আমার বয়স বাড়ে, আমি বাড়ি না।
তুমি আসবে বলে তাই
আমি স্বপ্ন দেখে যাযই
আর একটা করে দিন চলে যায়।
সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়
আর বেকার কিছু মানুষ মরে যায়।
আমার মনটা তবু আশা করে যায়
এই মনটা তবু ভালবাসতে চায়
এই মন… আশা করে যায়।
বাংলিশ লিরিক্স
Tumi ashbe bole tai
Ami swapno dekhe jai
Aar akta kore din chole jaay
Shudin ashbe bole ora agun jalay
Aar hajar hajar manush more jay
Dekhbe bole akashtake matha uchu kore
Sudhui nongra kalo dhoa dekhe jaay
Kache ashbe bole ondhokare haatre more ora
Tobu shorir duto thake alada
Amar monta tobu asha kore jaay
Ei mon-ta tobu bhalobashte chay
Ei mon asha kore jaay
Shomoy chute chole ami aatke pore roi
Amar rashta haate ami haati-na
Chokhe niye shopno buke onek onek kotha
Amar boyosh baare ami barina
Tumi ashbe bole tai
Ami swapno dekhe jai
Aar akta kore din chole jaay
Shudin ashbe bole ora agun jalay
Aar hajar hajar manush more jay
Amar monta tobu asha kore jaay
Ei mon ta tobu bhalobashte chay
Ei mon asha kore jaay
কোন মন্তব্য নেই: