এ পৃথিবীতে আল্লাহতায়ালা আমাদেরকে ও সমস্ত জীন জাতিকে তৈরি করেছেন তার একমাত্র ইবাদত করার জন্য। আমরা কতই না আল্লাহর নাজ নেয়ামত ভোগ করছি অথচ একইসাথে আল্লাহর সাথে শয়তানের ধোঁকায় পড়ে কতই না গুনাহর কাজ করছি তার বলার কোনো ভাষা নেই। তবুও আল্লাহ তার নাজ নেয়ামত থেকে আমাদেরকে বিতারিত করে দেননি। তাই আমাদের উচিত আল্লাহর প্রতি বেশি বেশি সুকুর গোজর করা। আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন আমিন।
আমি যদি কোন দিন পথ ভুলে যাই
শিল্পীঃ শাহাবুদ্দিন শিহাব
কথাঃ জাকির আবু জাফর
সুরঃ মশিউর রহমান
আমি যদি কোনোদিন
পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করোনা তুমি বাধ- প্রতিবাদ
তোমার দয়ার সীমা নাই নাই নাই
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
ভুল ছাড়া জীবনে আর কি আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে
তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কিমত
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে
সেই পথে চলবার শক্তি দিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
আমি যদি কোনোদিন পথ ভুলে যাই
হাতছানী দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও
কোন মন্তব্য নেই: