আমরা সবাই এ পৃথিবীর মোসাফির। কেউ এ ক্ষণস্থায়ী পৃথিবীতে থাকব না , থাকতে পারব ও না। তাই এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদের উচিত আল্লাহর প্রতি সর্ব অস্থায় সুকর গোঁজর করা। আল্লাহর দেওয়া সব কিছুর জন্য সন্তুষ্ট থাকা। চলুন আমরা আল্লাহর দেওয়া সব নাজ নেয়ামতের জন্য সুকুর গোঁজর করি- আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ ও আল্লাহর হাবিদের দেখানো পথ অনুসারে চলি।
সুদূর মক্কা মদীনার পথে
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
সুদূর মক্কা মদীনার পথে
আমি রাহী মুসাফির
বিরাজে রওজা মোবারক যথা
মোর প্রিয় নবীজীর ॥
বাতাসে যেখানে বাজে অবিরল
তৌহিদ বাণী খোদার কালাম
যিয়ারতে যথা আসে ফেরেশতা
শত আওলিয়া পীর ॥
মা ফাতেমা আর হাসান হোসেন
খেলেছেন পথে যার
কদমের ধুলি পড়েছে যথায়
হাজার আম্বিয়ার।
সুরমা করিয়া কবে সেই ধুলি
মাখিব নয়নে দুই হাতে তুলি
কবে এই দুনিয়া হতে যাবার আগে রে
কাবাতে লুটাবো শির।
কোন মন্তব্য নেই: