পৃথিবীতে যাদের ঋণ কোন দিনও শেষ করা যাবে না, তারা হলেন বাবা মা। আসলে বাবা মা , বাবা মাই । তাদের সাথে কারও তুলনা চলেনা। বলা হয় গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও বাবা মা'র ঋণ কোন দিন শেষ হবেনা। তাছাড়া আল্লাহই মা বাবাকে উচ্চ মোকাম দান করেছেন। সু প্রিয় বন্ধু গণ বাবা মা কে নিয়ে লিখলে লেখা শেষ করা যাবে না। আর আমার মত এই অধম এর দ্বারা মা বাবাকে নিয়ে লেখা আরও অসম্ভব। পৃথিবীর সকল বাবা মা দের প্রতি আজকের "বাবা মানে হাজার বিকেল" গজলটি উতসর্গ করলাম।
বাবা মানে হাজার বিকেল
শিল্পীঃ তাসনীম সাদিয়া
বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা ।।
বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ।।
আমি যতই এলোমেলো ভুলের অভিধান
বাবা তুমি সময় মত সহজ সমাধান
জীবনের টানাপোড়েন কিছুই না জানি
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি ।
বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি ।
বাবা মানে-অনেক চাওয়া-বাবা মানে-অনেক পাওয়া
বাবা মানে-ছোট্ট শূন্যতা-বাবা মানে-অনেক পূর্ণতা
ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে
চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে
মা বলে-ডাকবে বল-সারা জীবন-ধরে ।
বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে
কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি।।
কোন মন্তব্য নেই: