এই সুন্দর ফুল সুন্দর ফল-ei sundor ful sundor fol

 

এই সুন্দর ফুল সুন্দর ফল-ei sundor ful sundor fol


     এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি

সুরকার্লাঃ কাজী নজরুল ইসলাম
অ্যালবামঃ অজ্ঞাত
বনগীতিঃ ১৯৩২
তালঃ কাহারবা
(পঞ্চম শ্রেণি)
 
 

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানী।

শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালিখানি
খোদা তোমার মেহেরবানী।।

তুমি কতই দিলে রতন
ভাই বেরাদার পুত্র স্বজন।

ক্ষুধা পেলে অন্ন জোগাও।
মানি চাইনা মানি।।

খোদা! তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।

শ্রেষ্ঠ নবী দিলে মোরে
তরিয়ে নিতে রোজ- হাশরে।

পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.