গানেরই খাতায় স্বরলিপি লিখে-ganeri khatay sworolipi likhe

 

 
গানেরই খাতায় স্বরলিপি লিখে-ganeri khatay sworolipi likhe

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ সুবল দাস
গেয়েছেনঃ রুনা লায়লা
অ্যালবামঃ স্বরলিপি
 

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পরে রবে।।

মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।।

ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নিবে
জানি নেবে না, নেবে না, নেবে না।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।

গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।।

ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দেবে
জানি দেবে না, দেবে না, দেবে না।

 

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.