শোনো ভাই বন্ধুগণ লিরিক্স - shono vai bondhugon

  

শোনো ভাই বন্ধুগণ- shono vai bondhugon
                                      শোনো ভাই বন্ধুগণ

ধরনঃ চলচ্চিত্রের গান

গীতিকারঃ অজ্ঞাত

সুরকারঃ অজ্ঞাত

গেয়েছেনঃ সুবীর নন্দী

এলবামঃ আপন সুরে লোক সংগীতে প্রেম
 
 
শোনো বন্ধুগণ, শোনো জাদুধনশোনো বাছাধন রে আমারশেষ বিয়ার সানাই বাজিলো রেডাকছে কাল সমনেসাড়ে তিন হাত মাটির ঘরেপ্রাণবন্ধুর সনে
গরম জলে সাবান গুলে গোসল কারাইয়োকর্পূর গুলিয়া সারা অঙ্গে মাখাইয়ো, সারা অঙ্গে মাখাইয়োআতর-গোলাপ ছিটাইয়ো অঙ্গের বসনেবাসরঘর হবে গো প্রাণবন্ধুর সনে
সাদা কাপড় দিয়া বিয়ার সাজন সাজাইবাপ্রাণবন্ধুর নামটা আমার বুকে লিখিবা, আমার বুকে লিখিবাকুহেতুরে সুরমা দিয়া দুই নয়নেবাসরঘর হবে গো প্রাণবন্ধুর সনে
বাঁশের পালকি সাজাইয়া কান্ধে উঠাইবাশব মিছিল করিও কলমা পড়িবা, কলমা পড়িবাবাসর ঘরে রাইখো নিয়া পরম যতনেবাসরঘর হবে গো প্রাণবন্ধুর সনে
আন্ধার ঘরে, গিয়াস পাগল, নাই রে ভাবনা তোরবন্ধুরূপে হইবে পাগল আমার বাসরঘর, আমার বাসরঘরজীবনের সাধ মিটিবো বন্ধু-দর্শনেবাসরঘর হবে গো প্রাণবন্ধুর সনে
সাড়ে তিন হাত মাটির ঘরে প্রাণবন্ধুর সনেবাসরঘর হবে গো প্রাণবন্ধুর সনে

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.