সবার জীবনে প্রেম আসে-sobar jibone prem ase

 

সবার জীবনে প্রেম আসে-sobar jibone prem ase
 সবার জীবনে প্রেম আসে

সুরকারঃ আলম খান
গেয়েছেনঃ এন্ড্রু কিশোর ও রিজিয়া রহমান
অ্যালবামঃ স্যারেন্ডার

সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভাল
যায় না ভুলা কভু তারে

এই মনে যত কথা বলার ছিল
চোখের ভাষাতে বলা হল
এই পথে যেতে যেতে দেখা হল
এ দুটি হৃদয় আরো কাছে এল

প্রেমের সৃতি যেন সুখের কাঁটা
যায় না ভোলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালবাসে

প্রথম যারে লাগে ভাল
যায় না ভুলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
প্রেম হলে বারে আরো প্রেমের নেশা
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা
প্রেম আছে বলে আছি অনেক আশা
বুকের গভীরে বাধে বাসা

প্রেমের ছবি যদি প্রাণে আঁকি
যায় না মোছা কভু তারে
সবার জীবনে প্রেম আসে
তাইতো সবাই ভালবাসে
প্রথম যারে লাগে ভাল
যায় না ভুলা কভু তারে
সবার জীবনে প্রেম আসে

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.