তোমায় দেখলে মনে হয়-tomay dekhle mone hoy

 

তোমায় দেখলে মনে হয়-tomay dekhle mone hoy
 তোমায় দেখলে মনে হয়

গীতিকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
অ্যালবামঃ বিয়ের ফুল

তোমায় দেখলে মনে হয়
হাজার বছর তোমার সাথে
ছিল পরিচয় বুঝি
ছিল পরিচয়

ও…স্বর্গ থেকে পৃথিবীতে
এলাম তোমার কাছে
তোমার সাথে জীবন মরণ
যেন লেখা আছে
শুধু আমি ছাড়া পৃথিবীতে
তুমি কারো নও বুঝি
তুমি কারো নও

ও…বুকের জমিনে তুমি
বাঁধো প্রেমের বাসা
তোমায় নিয়ে মনে আমার
কত রঙিন আশা
আমার জন্ম যেন তোমার জন্যে
মনটা শুধু কয়

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.