আগুন লাগাইয়া দিলো কনে-agun lagaiya dilo

বাংলাদেশের সিলেটের সুনাম গঞ্জের সুরমা নদীর তীরে লক্ষণছিড়িতে জন্ম গ্রহণ করেন বাংলার দেওয়ান হাসান রাজা (১৮৫৪ সালে)। তিনি বাংলায় অসংখ্য গান গেয়ে গেছেন যা তাকে আমাদের মাঝে আজও অনন্য উচ্চতায় রেখেছন। আজ তারই একটি জনপ্রিয় গান আপনাদের মাঝে তুলে ধুরলাম।

আগুন লাগাইয়া দিলো কনে-agun lagaiya dilo

আগুন লাগাইয়া দিলো

ধরনঃ হাসন রাজার গান
গীতিকারঃ হাছন রাজা
সুরকারঃ হাছন রাজা
গেয়েছেনঃ সেলিম চৌধুরী
অ্যালবামঃ অজ্ঞাত


আগুন লাগাইয়া দিলো কনে
হাছন রাজার মনে ।
নিভে নার উনো আগুন
জ্বলে দিলো জানে ।

ধপ ধপ করি উঠলো আগুন
ধইলো আমার প্রাণে
সুরমা নদীর জল দিলে
নিভে না সে কেনে ।

লাগাইলো লাগাইলো আগুন
আমার মনমোহনে
বাঁচিনা গো বাঁচি না গো
প্রাণ বন্ধু বিহনে ।

জ্বলিয়া জ্বলিয়া যায়রে আগুন
কিসে নাই মানে ,
বুঝিয়া দ্যাখরে হাছন রাজা
ধইলো না তোর ধনে ।
 
********************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.