মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া-matiro pijirar majhe

 

বাংলাদেশের একজন বিখ্যাত বাউল শিল্পিদের একজন হলেন দেওয়ান হাসন রাজা (১৮৫৪-১৯২২)। তিনি আমাদের মাঝে অসংখ্য গান রেখে গেছেন , যা আমাদের হৃদয় ছুয়ে যায়। আজ তারই একটি জনপ্রিয় গান আপনাদের মাঝে তুলে ধরলাম।
 

মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া-matiro pijirar majhe
 মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া

ধরনঃ হাসন রাজার গান
গীতিকারঃ হাসন রাজা
সুরকারঃ হাসন রাজা
গেয়েছেনঃ তাজুল ইমাম
অ্যালবামঃ অজ্ঞাত


মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।

মায়ে বাপে বন্দি কইলা খুশির মাজারে।
লালে ধলায় হইলাম বন্দি পিঞ্জরার ভিতরে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

পিঞ্জরায় সামাইয়া রে ময়নায় ছটফট ছটফট করে।
মজবুত পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

উড়িয়া যাইবো শুয়া পাখি পড়িয়া রইবো কায়া।
কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে

হাসন রাজায় ডাকবো যখন ময়না আয়রে আয়।
এমন নিষ্ঠুর ময়নায় আর কী ফিরিয়া চায়
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।।
 
******************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.