বাংলাদেশের একজন বিখ্যাত বাউল শিল্পিদের একজন হলেন দেওয়ান হাসন রাজা (১৮৫৪-১৯২২)। তিনি আমাদের মাঝে অসংখ্য গান রেখে গেছেন , যা আমাদের হৃদয় ছুয়ে যায়। আজ তারই একটি জনপ্রিয় গান আপনাদের মাঝে তুলে ধরলাম।
মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া
ধরনঃ হাসন রাজার গানগীতিকারঃ হাসন রাজা
সুরকারঃ হাসন রাজা
গেয়েছেনঃ তাজুল ইমাম
অ্যালবামঃ অজ্ঞাত
মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।
মায়ে বাপে বন্দি কইলা খুশির মাজারে।
লালে ধলায় হইলাম বন্দি পিঞ্জরার ভিতরে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে
পিঞ্জরায় সামাইয়া রে ময়নায় ছটফট ছটফট করে।
মজবুত পিঞ্জিরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে
উড়িয়া যাইবো শুয়া পাখি পড়িয়া রইবো কায়া।
কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে
হাসন রাজায় ডাকবো যখন ময়না আয়রে আয়।
এমন নিষ্ঠুর ময়নায় আর কী ফিরিয়া চায়
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।।
******************************************************************
কোন মন্তব্য নেই: