হাসন রাজায় কয়-hason rajay koy lyric

বাংলদেশের সিলেট এর সুনামগঞ্জ জেলার সুরমা নদীর তীরে লক্ষণছিড়িতে জন্ম নেওয়া হাসন রাজা(১৮৫৪-১৯২২) একজন বিখ্যাত বাউল গায়ক। তিনি সিলেটিদের কাছে অহিদুর রাজা হিসেব পরিচিত ছিল। সিলেটিরা রাজা শব্দটিকে রেজা বা রজা বলে ডাকতো। সেই থেকে সে অহিদুর রাজা বলেই সুপরিচিত। তবে তাকে সবাই হাসন রাজা বলে ডাকে।

 
হাসন রাজায় কয়-hason rajay koy lyric
হাসন রাজায় কয়

কথা ও সুরঃ হাসন রাজা



হাসন রাজায় কয়-আমি কিছু নয়রে-আমি কিছু নয়,
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়

প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়।
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয়

প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়

তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয়।।
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায়
হাসন রাজায় কয়-আমি কিছু নয়রে-আমি কিছু নয়,

অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
 
*******************************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.