সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো-sona bonde amare

 

 
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো-sona bonde amare

দেওয়ান হাসন রাজা বাংলাদশের  বিখ্যাত বাউল গায়কদের একজন। যার সুন্দর, সরলা, প্রাণবন্ত গান গুলো আমাদের মন কেড়ে নেয় তিনি আর কেউ নন। তিনি হলেন দেওয়ান

হাসন রাজা। তার জন্ম সিলেটের সুনামগঞ্জের, সুরমা নদীর তীরে লক্ষণছিড়ি'র,পরগনার তেঘ্রিয়া গ্রামে ২১শে ডিসেম্বর ১৮৫৪ ইং। । মৃত্যু ৬ই ডিসেম্বর ১৯২২ইং। তার অসংখ্য গানের মধ্যে থেকে আজ আপনাদের সামনে একটি গান তুলে ধরলাম।


সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো

ধরনঃ হাসন রাজার গান
সুরকারঃ সংগ্রহীত
গেয়েছেনঃ সেলিম চৌধুরী
অ্যালবামঃ অজ্ঞাত
 
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি যাদু করিল-২
কবে ক’নে হইল আমার তার সংগে দেখা
অংশীদার নাইরে তার সে তো হয় একা-২
রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা-২
হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা-২
মুখ চাইয়া হাসে আমার যত আরি পরী
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি-২

*******************************************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.