আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার

বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পি "গাজী মাজহারুল আনোয়ার" বাংলা চলচ্চিত্র ও অন্যান্য গানের ভূবনে এক অবিস্মরনীয় ব্যক্তিত্ব। যদি বাংলা চলচ্চিত্রের প্রাণ বলা কাকে বলে প্রশ্ন করেন তাহলে হয়তো তাকেই বলা হবে। কারণ বাংলা চলচ্চিত্রে তার যে সুবিশাল অবদান তা ভুলার মত না। " আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার" গানটি গেয়েছেন সৈয়দ আবদুল হাদী তার মায়াবি কন্ঠ দ্বারা। আজ তারই বিখ্যাত গানটি আপনাদের মাঝে তুলে ধরলাম।

আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার
 আছেন আমার মোক্তার

ধরণঃ চলচ্চিত্র
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
সুরকারঃ আলাউদ্দিন আলী
গেয়েছেনঃ সৈয়দ আবদুল হাদী


 আছেন আমার মোক্তার
আছেন আমার ব্যারিস্টার
শেষ বিচারের হাইকোর্টেতে
তিনিই আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার ।।
মনের ঘরে তালা দিয়া
চাবি লইয়া আছেন সাই
আমি অধম সাধ্য কি তার
হুকুম ছাড়া বাইরে যাই?
দুই কান্দে দুই মুহুরী
লিখতে আছেন ডাইরী
দলিল দেইখা রায় দিবেন
টাকা-পয়সার নাই কারবার
সময় থাকতে মনা হুঁশিয়ার ।।
সেদিনের সেই ইস্টিশনে
থাকবে নানান প্যাসেঞ্জার
দ্রুতযানে পার হবে সে
টিকিট কাটা আছে যার
পারাপারের থাকলে তাড়া
সঙ্গে নিও গাড়ি ভাড়া
জবাবদিহি করতে হবে
ধরলে টিকিট কালেক্টর
সময় থাকতে মনা হুঁশিয়ার ।।

******************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.