""একবার যদি কেউ ভালোবাসতো" গানটি বাংলা চলচ্চিত্রের একটি বিখ্যাত গান।
গানটির গীতিকার হলেন আমজাদ হোসেন এবং গানটি সুরকার হলেন আলাউদ্দিন আলী। আর
গানটি গেয়েছেন বাংলার দুই গুণী শিল্পী সামিনা চৌধুরী ও সৈয়দ আব্দুল হাদী।
আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে।
একবার যদি কেউ ভালোবাসতো
ধরনঃ চলচ্চিত্রের গান
গীতিকারঃ আমজাদ হোসেন
সুরকারঃ আলাউদ্দিন আলী
গেয়েছেনঃ সামিনা চৌধুরী, সৈয়দ আব্দুল হাদী
অ্যালবামঃ জন্ম থেকে জ্বলছি
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেত
কোন মন্তব্য নেই: