আজ বাংলা জনপ্রিয় গান থেকে বাছাই করে আবারো নতুন একটি গান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গানটি আপনাদের খুবই সুপরিচিত এবং সে সাথে আশা করছি গানটি আপনাদের খুবই উপভোগ্যকর হবে বলে আশা করি। গানটির গীতিকার হলেন ড. আবু হেনা মোস্তফা কামাল ও সুরকার হলেন সুবল দাস। আর গানটি গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী। এটি যোগ বিযোগ এলবাম এ প্রকাশ করা হয়েছিল।
এই পৃথিবীর পান্থশালায়
এই পৃথিবীর পান্থশালায়
গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে,
কেন বাজে আমার প্রান।।
কেউ চলে যায় কেউবা আসে
দুদিনের এই পরবাসে।
কেউ বোঝে না কারো হাসি অভিমান।।
এই যোগ বিযোগের রঙ্গ মেলায়
এলাম কেন তবে
বাজলে বাশি আবার যদি ফিরেই যেতে হবে।
কিছুই দিতে পারবো না যে
আমার সকল গানের মাঝে।
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান।।
******************************************************8
কোন মন্তব্য নেই: