চলে যায় যদি কেউ-chole jai jodi keu

আমাদের জীবনটাকে মাঝে মাঝে মনে হয় দুঃখ-দুর্দশা দিয়ে ভরপুর। যদিও এমনটা ভাবা ঠিক নয় কারণ ভাল আর খারাপ দিক নিয়েই মানুষের জীবন। তারপরও যদি কোনো কারণে আমাদের মন খারাপ হয়েই যায় তাহলে আমাদের ধৈর্য ধারণের বিকল্প আর কিছু নেই। সুপ্রিয় বন্ধুগণ আজ আপনাদের মাঝে আরেকটি চলচ্চিত্রের গান নিয়ে হাজির হলাম। আশা করি গানটি খুব ভাল লাগবে।

চলে যায় যদি কেউ-chole jai jodi keu
 চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে

শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
সুরকারঃ সুবল দাস
গীতিকারঃ মাসুদ করিম
অ্যালবামঃ ভাঙ্গা গড়া

চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে
কাঁদিস কেন মন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।।
চলে যায় যদি কেউ

হাসির পরে কান্না আছে
দুখের পরে সুখ।
আধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ
জন্ম নিলে সবার তরে আছেরে মরন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।।

দুদিনেরেই দুনিয়াতে সবাই মুসাফির।
এ সংসারের মোহ মায়ার হই কেন অধীর
যায় না মোছা কখন যে ভাগ্যেরই লিখন।।

*****************************************************৮

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.