বাংলা সাহিত্যে যাকে বাদ দিলে বাংলা সাহিত্যাঙ্গণ অসম্পূর্ণই থেকে যায় তিনি
হলেন কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্য, বিজ্ঞান, আধুনিকতার পাশাপাশি গানের
জগতেও রয়েছে তাঁর বিশাল ব্যাপ্তি। সমগ্র বাঙালির কাছে নজরুল সংগীত হলো একটা
আবেগময় স্থান যা যুগের পর যুগ ধরে বাঙালির কাছে নতুন হয়েই রয়ে যাবে।
প্রেম, বিরহ, প্রকৃতি প্রায় সমস্ত বিষয়ের উপরেই তিনি গান লিখেছেন। তিনি
প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা করেছেন। তাই তাঁর সুবিশাল গানের ভান্ডার
থেকে শ্রেষ্ঠ সংগীত গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি
সাথেই থাকবেন, ধন্যবাদ ।
রুম ঝুম রুম ঝুম
ধরনঃ নজরুল গীতি
গীতিকারঃ অজ্ঞাত
সুরকারঃ অজ্ঞাত
গেয়েছেনঃ অনুপ জালতা
অ্যালবামঃ অজ্ঞাত
রুম ঝুম রুম ঝুম ঝুম ঝুম
নূপুর বাজে আসিল রে প্রিয়
আসিল রে।
কদম্ব-কলি শিয়রে আবেশে
বিরহ যমুনা উথলি ওঠে
রোদন ভুলের আধার গাহিয়া ওঠে
সুন্দর মোর ভালোবাসিল রে।
***************************************
কোন মন্তব্য নেই: