কাজী নজরুল ইসলাম এর জন্ম ২৪ মে ১৮৯৯ খ্রিঃ চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ , ভারত। তার মৃত্যু ২৯ ই আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭)
ঢাকা , বাংলাদেশ। তিনি বাংলায় বহু গান লিখে গেছেন যা আজও অম্লান হয়ে আছে বিশ্বের মানুষের কাছে। আজ আপনাদের মাঝে তারই একটি জনপ্রিয় গান তুলে ধরলাম।
আলগা করো গো খোঁপার বাঁধন
ধরনঃ নজরুল গীতি
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গেয়েছেনঃ মোহাম্মদ রফি
অ্যালবামঃ অজ্ঞাত
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
বিনোদ বেণীর জরীণ ফিতায়
আন্ধা ইশক মেরা কাছ গ্যেয়ি।।
তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিলো লোভী আমার মন।
বেহুঁশ ওকার গিরপরি হাতো ম্যে
বাজুবন্দ ম্যে বাছ গ্যেয়ি।।
কানেরও দুলে প্রান রাখিলে বিধিয়া
আঁখফিরা দিয়া চরিকার নিন্দিয়া।
দেহের ও দেউড়িতে বেরাতে আসিয়া
অর নেহি ও ওয়াপাস গ্যেয়ি।।
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গেয়েছেনঃ মোহাম্মদ রফি
অ্যালবামঃ অজ্ঞাত
আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
বিনোদ বেণীর জরীণ ফিতায়
আন্ধা ইশক মেরা কাছ গ্যেয়ি।।
তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিলো লোভী আমার মন।
বেহুঁশ ওকার গিরপরি হাতো ম্যে
বাজুবন্দ ম্যে বাছ গ্যেয়ি।।
কানেরও দুলে প্রান রাখিলে বিধিয়া
আঁখফিরা দিয়া চরিকার নিন্দিয়া।
দেহের ও দেউড়িতে বেরাতে আসিয়া
অর নেহি ও ওয়াপাস গ্যেয়ি।।
************************************************
কোন মন্তব্য নেই: