আলগা কর গো-alga korogo khopar badhon lyrics

 কাজী নজরুল ইসলাম এর জন্ম ২৪ মে ১৮৯৯ খ্রিঃ চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে  পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ , ভারত। তার মৃত্যু ২৯ ই আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭)
ঢাকা , বাংলাদেশ। তিনি বাংলায় বহু গান লিখে গেছেন যা আজও অম্লান হয়ে আছে বিশ্বের মানুষের কাছে। আজ আপনাদের মাঝে তারই একটি জনপ্রিয় গান তুলে ধরলাম।

                                                     
আলগা কর গো-alga korogo khopar badhon lyrics
                            আলগা করো গো খোঁপার বাঁধন

ধরনঃ নজরুল গীতি
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গেয়েছেনঃ মোহাম্মদ রফি
অ্যালবামঃ অজ্ঞাত

আলগা করো গো খোঁপার বাঁধন
দিল ওহি মেরা ফাস গ্যেয়ি।
বিনোদ বেণীর জরীণ ফিতায়
আন্ধা ইশক মেরা কাছ গ্যেয়ি।।

তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিলো লোভী আমার মন।
বেহুঁশ ওকার গিরপরি হাতো ম্যে
বাজুবন্দ ম্যে বাছ গ্যেয়ি।।

কানেরও দুলে প্রান রাখিলে বিধিয়া
আঁখফিরা দিয়া চরিকার নিন্দিয়া।

দেহের ও দেউড়িতে বেরাতে আসিয়া
অর নেহি ও ওয়াপাস গ্যেয়ি।।
************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.