আজ নিশীথে অভিসার তোমারি-aj nishithe ovishar tomari

কাজী নজরুল ইসলাম প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা করেছেন। তাই তাঁর সুবিশাল গানের ভান্ডার থেকে শ্রেষ্ঠ সংগীত গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি সাথেই থাকবেন, ধন্যবাদ ।
জন্ম কাজী নজরুল ইসলাম এর পরিচয়

জন্মঃ ২৪ মে ১৮৯৯খ্রিঃ চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত *[বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ , ভারত]*।
মৃত্যুঃ ২৯ আগস্ট ১৯৭৬ (বয়স ৭৭)
ঢাকা , বাংলাদেশ
মৃত্যুর কারণঃ পিক্স ডিজিজ।
সমাধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ।

আজ নিশীথে অভিসার তোমারি-aj nishithe ovishar tomari
আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম

ধরণঃ নজরুল গীতি

আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম।
বনের পারে নিরালায় দিও হে দেখা নিরুপম।।
সুদূর নদীর ধারে নিরালাতে বালুচরে
চখার তরে যথা একা চখি কেঁদে মরে
সেথা সহসা আসিও গোপন প্রিয় স্বপন সম।।
তোমারি আশায় ঘুরি শত গ্রহে শত লোকে,
(ওগো) আমারি বিরহ জাগে বিরহী চাঁদের চোখে,
আকুল পাথার নিরাশার পারায়ে এসো প্রাণে মম।।

*************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.