অঞ্জলি লহ মোর সঙ্গীতে লিরিক্স-anjali laho mor sangeete

নজরুল সঙ্গীতের বিষয় ও সুরগত বৈচিত্র্য বর্ণনা করতে গিয়ে নজরুল-বিশেষজ্ঞ আবদুল আজীজ আল্‌- আমান লিখেছেনঃ
কাজী নজরুল ইসলাম এর গানগুলি এক গোত্রের নয়, বিভিন্ন শ্রেণীর। তিনি তার অসাধারণ প্রতিভার গুণে রচনা করেছেন গজল গান, কাব্য সংগীত বা প্রেমগীতি, ঋতু-সংগীত, খেয়াল, রাগপ্রধান, হাসির গান, কোরাস গান, দেশাত্মবোধক গান, গণসংগীত–শ্রমিক-কৃষকের গান, ধীবরের গান, ছাদপেটার গান, তরুণ বা ছাত্রদলের গান, মার্চ-সংগীত বা কুচকাওয়াজের গান, সাম্প্রদায়িক সম্প্রীতির গান, নারী জাগরণের গান, মুসলিম জাতির জাগরণের গান, শ্যামাসংগীত, কীর্তন, বৈষ্ণবপদাবলী। এছাড়াও তিনি  ভক্তিগীতি- ইসলামী সংগীত-শিশু সংগীত-নৃত্য-সংগীত-লোকগীতি – ভাটিয়ালী- ভাওয়াইয়া- সাম্পানের গান- ঝুমুর, সাঁওতালি- লাউনী, কাজরী- বাউল- মুর্শেদী এবং আরও নানা বর্ণের গান।

অঞ্জলি লহ মোর সঙ্গীতে লিরিক্স-anjali laho mor sangeete

অঞ্জলি লহ মোর সংগীতে

কথা ও সুরঃ কাজি নজরুল ইসলাম
গেয়েছেনঃ ফিরুজা বেগম

 অঞ্জলি লহ মোর সংগীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে!
সঙ্গীতে সঙ্গীতে।।
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু’লে দু’লে ওঠে আমার দেহখানি
আরতি-নৃত্যের ভঙ্গীতে।
সঙ্গীতে সঙ্গীতে।।
পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল।
তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো
তোমার পদতলে রঞ্জিতে।
সঙ্গীতে সঙ্গীতে।।
বিষয়শ্রেণী:নজরুল গীতি
***************************************৮

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.