দেখে যা রে রুদ্রাণী মা-Dekhe ja re rudrani ma। নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তার সীমিত কর্মজীবনে তিনি ৩০০০-এরও বেশি গান রচনা করেছেন। এসকল গানের বড় একটি অংশ তারই সুরারোপিত। তার রচিত চল্ চল্ চল্, ঊর্ধ্বগগণে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত। গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন। তিনি বহু নতুন সুরের স্রষ্টা। বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন।শ্রোতার পছন্দানুসারে বিবিসি বাংলার করা সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় নজরুলের কারার ওই লৌহকপাট গানটি ১৬তম স্থানে এবং চল্ চল্ চল্ ঊর্ধগগনে বাজে মাদল গানটি ১৮তম স্থানে রয়েছে।
দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী
ধরণঃ নজরুল সংগীত
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
রাগঃ আনন্দ ভৈরবী
তালঃ কাহার্বা
দেখে যারে রুদ্রাণী মা সেজেছে আজ ভদ্রকালী।
শ্রান্ত হয়ে ঘুমিয়ে আছে শ্মশান মাঝে শিব-দুলালী॥
আজ শান্ত সিন্ধু তীরে
অশান্ত ঝড় থেমেছে রে,
মা’র কালো-রূপ উপ্চে-পড়ে ছাপিয়ে-ভুবন-গগন ডালি॥
আজ-অভয়ার-ওষ্ঠে জাগে-শুভ্র করুণ-শান্ত হাসি,
আনন্দে তাই বসন ফেলি’ মহেন্দ্র ঐ বাজায়-বাঁশি,
ঘুমিয়ে আছে বিশ্ব ভুবন
মায়ের কোলে শিশুর মতন,
পায়ের লোভে মনের বনে ফুল ফুটেছে পাঁচমিশালি॥
*************************************************
কোন মন্তব্য নেই: