এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন gojol lyrics

পৃথিবীটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা। এখানে কেউ থাকতে পারবেনা। এই মিছে দুনিয়ায় তবুও আমাদের কত মায়া, কত আবেগ, কত ভালোবাসা। সবাইকে এই সুন্দর ভূবন ছেড়ে, জগত সংসার ছেড়ে চলে যেতে হবে। রয়ে যাবে শুধুই আমাদের নেক আমল, , , , ,

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন gojol lyrics


এই মিছে দুনিয়া

শিল্পী – সিয়াম আল হাসান ও সাদমান সাকিব
কথা ও সুর – সিয়াম আল হাসান

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে

চলে যাওয়ার বীণ…

এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে

একবারও ভাবনি হয় চলে যেতে হবে (2 বার)

কি হিসাব দেবে তুমি

শেষ বিচারের দিন..

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

নতুন সাজে সাজবে তুমি

সাদা পোশাকে

দলে দলে আসবে সবাই

তোমায় দেখিতে (2বার)

তোমায় মনে রাখবে সবাই

অল্প কিছুদিন

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

হঠাৎ করে উঠবে বেজে

চলে যাওয়ার বীণ

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.