সমগ্র বাঙালির কাছে নজরুল সংগীত হলো একটা আবেগময় স্থান যা যুগের পর যুগ ধরে বাঙালির কাছে নতুন হয়েই রয়ে যাবে। প্রেম, বিরহ, প্রকৃতি প্রায় সমস্ত বিষয়ের উপরেই তিনি গান লিখেছেন। তিনি প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা করেছেন। আজ তারই একটি বিখ্যাত গান আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি।আশা করি গানটি বেশ ভালো লাগবে।
আসে বসন্ত ফুলবনে
ধরনঃ নজ্রুল সংগীত
কথা ও সুরঃ কাজী নজ্রুল ইসলাম
গেয়েছেনঃ ফিরুজা বেগম
আসে বসন্ত ফুলবনে
সাজে বনভূমি সুন্দরী
আসে বসন্ত ফুলবনে
সাজে বনভূমি সুন্দরী
চরনে পায়েলা রুমুঝুমু
চরনে পায়েলা রুমুঝুমু
মধুপ উঠিছে গুঞ্জরী
আসে বসন্ত ফুলবনে
দুলে আল ছাঁয়া বন দূকুল
উড়ে প্রজাপতি কলকা ফুল
দুলে আল ছাঁয়া বন দূকুল
উড়ে প্রজাপতি কলকা ফুল
কর্নে অতসি স্বর্ন দূল
আলক লতার সাতনুরী
সাজে বন ভুমি সুন্দরী
আসে বসন্ত ফুলবনে
সোনার গুধুলী নামিয়া আয়
আমার রুপালী ফুল সোভায়
আমার সজল আখি পাতায়
আমার সজল আখি পাতায়
আয় রাম ধনু রং ধরি
কবি তুর ফুল মালী কেমন
ফাগুনে শুস্ক পুস্প বন
কবি তুর ফুল মালী কেমন
ফাগুনে শুস্ক পুস্প বন
বরিবি বধুরে এলে চমন
রিক্ত হাতে কি ফুল ধরি
সাজে বন ভুমি সুন্দরী
আসে বসন্ত ফুল বনে
কোন মন্তব্য নেই: