আমাদের জাতীয় কবি কাজী নজ্রুল ইসলাম এর জন্ম ২৪ মে ১৮৯৯ চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ , ভারত। তিনি বাংলায় বহু গান , কবিতা, গজল, গল্প, সাহিত্য রচনা করে গেছেন। আজ তারই লেখা অসংখ্য বাংলা গান থেকে বাছাই করে আপনাদের মাঝে অত্যন্ত সু পরিচিত একটি গান তুলে ধরলাম। আশা করি গানটি আপনাদের বেশ ভাল লাগবে।
আমায় নহে গো ভালোবাস শুধু
ধরনঃ নজ্রুল সংগীত
কথা ও সুরঃ কাজী নজ্রুল ইসলাম
এলবামঃ পথ হারা পাখি
রিলিজঃ ২০১২
আমায় নহে গো ভালোবাস শুধু,
ভালোবাস মোর গান ।।
বনের পাখিরে কে চিনে রাখে
গান হলে অবসান
চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচে
গীতশেষে বীণা পড়ে থাকে ধূলিমাঝে
তুমি বুঝিবে না, বুঝিবে না,
আলো দিতে কত পুড়ে কত
প্রদীপের প্রাণ।
যে কাঁটালতার আঁখিজল হায়
ফুল হয়ে ওঠে ফুটে
ফুল নিয়ে তার দিয়েছ কি কিছু
শূন্য পত্রপুটে?
সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে
কি তৃষা জাগে সে নদীর হিয়াতলে
বেদনার মহাসাগরের কাছে
করো করো সন্ধান।।
*************************************************************
কোন মন্তব্য নেই: