আমি চিরতরে দূরে চলে যাব লিরিক্স-ami chirotore dure

বাংলা সাহিত্যে যাকে বাদ দিলে বাংলা সাহিত্যাঙ্গণ অসম্পূর্ণই থেকে যায় তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্য, বিজ্ঞান, আধুনিকতার পাশাপাশি গানের জগতেও রয়েছে তাঁর বিশাল ব্যাপ্তি। সমগ্র বাঙালির কাছে নজরুল সংগীত হলো একটা আবেগময় স্থান যা যুগের পর যুগ ধরে বাঙালির কাছে নতুন হয়েই রয়ে যাবে। প্রেম, বিরহ, প্রকৃতি প্রায় সমস্ত বিষয়ের উপরেই তিনি গান লিখেছেন। আজ তারই বিখ্যাত গানের তালিকা থেকে বাছাই করে "আমি চিরতরে দূরে চলে যাব" গানটি তুলে ধরলাম।

আমি চিরতরে দূরে চলে যাব লিরিক্স-ami chirotore dure
আমি চিরতরে দূরে চলে যাব

এলবামঃ নিরব কেন কবি
রিলিজঃ ২০১৭

আমি চিরতরে দূরে চলে যাব ,
তবু আমারে দেবনা ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ,
বেনী যাবে যবে খুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।।
তোমার সুরের নেশায় যখন,
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার
বক্ষে দুলিতে ।
তবু আমারে দেবনা ভুলিতে।।
আসিবে তোমার পরমোৎসবে , কত প্রিয়জন
কে জানে
মনে পড়ে যাবে কোন
সে ভিখারী পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুন্জ পথে যেতে হায় ,
চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে মিশে আছে,
তোমার পথের ধুলিতে।

তবু আমারে দেবনা ভুলিতে।।

******************************************************

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.