প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই lyrics

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই- গানের মালা গ্রন্থ ৯৫ টি সংগীত সমৃদ্ধ গ্রন্থটি ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর (কার্তিক ১৩৪১) প্রকাশ করেন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স গানের মালা ৭। ভৈরবী-কার্ফা। গ্রন্থটি উৎসর্গপত্রে লেখা ছিলঃ “পরম স্নেহভাজন শ্রীমান অনিলকুমার দাস কল্যাণবরেষুকে”। ৪+৯৬ পৃষ্ঠার গ্রন্থের মূল্য ছিল দেড় টাকা। 

রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)। এফটি ৭২৯৩। শিল্পী: হরিমতী। সুর: কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]

স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [ নজরুল সঙ্গীত স্বরলিপি, ছাব্বিশ খণ্ড,নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আশ্বিন, ১৪১২ বঙ্গাব্দে /সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ] ১৬ সংখ্যক গান।

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই lyrics

প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই

সুরঃসুরকার: কমল দাশগুপ্ত
রাগ: ভৈরবী
তাল: কাহারবা
        
প্রিয় এমন রাত যেন যায় না বৃথাই
পরি চাঁপা ফুলের শাড়ি খয়েরি টিপ,
জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ,
মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই॥
তুমি আসিবে বলে সুদূর অতিথি
জাগে চাঁদের তৃষা লয়ে কৃষ্ণা তিথি,
কভু ঘরে আসি কভু বাহিরে চাই॥
আজি আকাশে বাতাসে কানাকানি,
জাগে বনে বনে নবফুলের বাণী,
আজি আমার কথা যেন বলিতে পাই॥

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.