মোরে ভালবাসায় ভুলিও না lyrics-more valobasay vuliona

বাংলা সাহিত্যে যাকে বাদ দিলে বাংলা সাহিত্যাঙ্গণ অসম্পূর্ণই থেকে যায় তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্য, বিজ্ঞান, আধুনিকতার পাশাপাশি গানের জগতেও রয়েছে তাঁর বিশাল ব্যাপ্তি। সমগ্র বাঙালির কাছে নজরুল সংগীত হলো একটা আবেগময় স্থান যা যুগের পর যুগ ধরে বাঙালির কাছে নতুন হয়েই রয়ে যাবে। প্রেম, বিরহ, প্রকৃতি প্রায় সমস্ত বিষয়ের উপরেই তিনি গান লিখেছেন। তিনি প্রায় ৩০০০ এর ও বেশি গান রচনা করেছেন।


মোরে ভালবাসায় ভুলিও না lyrics-more valobasay vuliona


মোরে ভালোবাসায় ভুলিও না

সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গেয়েছেনঃ শবনম মুশতারী
অ্যালবামঃ অজ্ঞাত

মোরে ভালোবাসায় ভুলিও না
পাওয়ার আশায় ভুলিও ।।

মোরে আদর দিয়ে দুলিও না
আঘাত দিয়ে দুলিও দুলিও।।

হে প্রিয় মোর একি মোহ
এ প্রাণ শুধু চায় বিরহ
তুমি কঠিন সুরে বেঁধে মোরে
সুরের লহর তুলিও।

তবু প্রান যে চাহে পোড়াতে সুখ
আমি চাহি পুড়িতে
সুখের ঘরে আগুন জ্বেলে’
পথে পথে ঘুরিতে;
শুধু পথে পথে ঘুরিতে;

নগ্ন দিনের আলোকেতে
চাই না তোমায় ব’ক্ষে পেতে
তুমি ঘুমের ঘোরে স্বপনেতে
হৃদয়-দুয়ার খুলিও।।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.