আজো মধুর বাঁশরী বাজে bangla lyrics

বাংলার  জনপ্রিয় সংগীত শিল্পী, কবি, গায়ক, সাধক কাজী নজরুল ইসলাম। তিনি বাংলায় বহু গান লিখে গেছেন যা আজও আমাদের মনে আনমনা গেয়ে ওঠে মানব মন। আজ তারই একটি গান "আজো মধুর বাঁশরী বাজে" আপনাদের মাঝে তুলে ধরলাম।

আজো মধুর বাঁশরী বাজে bangla lyrics
আজো মধুর বাঁশরী বাজে


আজো মধুর বাঁশরী বাজে

বাজে – মধুর বাঁশরী বাজে
গোধুলী লগনে বুকের মাঝে ।।
মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে

আজো মনে হয় সহসা কখন
জলে ভরা দু’টি ডাগর নয়ন ।।
ক্ষনিকের ভুলে সেই চাঁপা ফুলে
ফেলে ছুটে যাওয়া লাজে
আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে

হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতির তীরে ।
ম ন কাঁ দে ।। কে-ন
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতির তীরে ।

তবু মাঝে মাঝে আশা জাগে কেন
আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন
গোমতীর তীরে পাতার কুটিরে
আজো সে পথ চাহে সাঝে

আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
মধুর বাঁশরী বাজে

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.