ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স-tri vuboner prio muhammad

বাংলা সাহিত্যে কিংবা গজলে যার অসামান্য অবদান তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার রেখে যাওয়া অসংখ্য কবিতা, সাহিত্য, গল্প, প্রবন্ধ, গান, গজল ইত্যাদি প্রতিটি মানুষের মুখে মুখরচিত হয়ে আসছে কালের পর কাল। আজ তারই বিখ্যাত সঙ্গীত/গজল "ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ" তুলে ধরলাম।

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ লিরিক্স-tri vuboner prio muhammad


ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ


ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ।।

এলো রে দুনিয়ায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয় ।।
ধূলির ধরা বেহেশ্‌তে আজ,
জয় করিলো দিলরে লাজ ।।
আজকে খুশির ঢল নেমেছে ।।
ধূসর সাহারায়..
আয় রে সাগর আকাশ-বাতাস
দেখবি যদি আয় ।।
দেখ আমিনা মায়ের কোলে,
দোলে শিশু ইসলাম দোলে ।।
কচি মুখে শাহাদাতের ।।
বাণী সে শোনায়..
আয় রে সাগর আকাশ বাতাস,
দেখবি যদি আয় ।।
আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল মাফী ।।
দুনিয়া হতে বে-ইনসাফী ।।
জুলুম নিল বিদায়..
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয়..

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.