নজরুল ইসলাম এর অবদান বাংলা সাহিত্যে, গানে , কবিতার ভূবনে, প্রবন্ধে এক কথায় অনন্য। তাকে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়। তিনি ২৪ শে মে ১৮৯৯ সালে চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলায় প্রায় ৩০০০ এর ও বেশি গান লিখে গেছেন। যা আজও বাংলা তথা সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়তায় ভরপুর হয়ে আছে। আজ তারই একটি গান আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি গানটি আপনাদের বেশ ভাল লাগবে।
তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি
তুমি যে-পথ দিয়ে-গেছ চ’লে-তারি ধূলা-মাখি’হে -একা বসে থাকি ।।
যেমন-পা ফেলেছে-গিরি-মাটির রাঙা-পথের-ধূলাতে ,
অমনি-করে-আমার-বুকে চরণ-যদি বুলাতে ,
আমি খানিক-জ্বালা-ভুলতাম ঐ মানিক-বুকে-রাখি’।।
আমার-খাওয়া-পরার নাই-রুচি আর-ঘুম আসে-না চোখে ,
আমি বাউরি হ’য়ে বেড়াই পথে হাসে পাড়ার লোকে ,
দেখে হাসে পাড়ার লোকে ।।
আমি তাল-পুকুরে যেতে নারি ,একই তোমার মায়া হে ,
ঐ কালো-জলে দেখি-তোমার কালো-রূপের-ছায়া হে ,
আমার কলঙ্কিনী নাম রটিয়ে তুমি দিলে ফাঁকি ।।
কোন মন্তব্য নেই: