এই শিকল পরা ছল লিরিক্স-ei shikol pora chol

নজরুল  সংগীত এর ধারাবাহিক প্রচারণায় আজকে আপনাদের মাঝে " এই শিকল পরা ছল" গানটি তুলে ধরবো। আশা করি গানটি আপনাদের বেশ ভাল লাগবে।


এই শিকল পরা ছল লিরিক্স-ei shikol pora chol


এই শিকল পরা ছল

এ্যালবামঃ উত্তরন- Vol- 04
রিলিজঃ ১৯২০

এই শিকল পরা ছল
মোদের এই শিকল পরা ছল
এই শিকল পরেই
শিকল তোদের করবো রে বিকল।।

তোদের বন্ধ কারায় আসা
মোদের বন্দী হতে নয়
ওরে ক্ষয় করতে আসা
মোদের সবার বাঁধন ভয়
এই বাঁধন পরেই বাঁধন ভয়কে
করব মোরা জয়
এই শিকল বাঁধা পা নয়
এ শিকল ভাঙ্গা কল।।

তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্ব গ্রাস
আর ত্রাশ দেখিয়ে করবে ভাবছ বিধির শক্তি গ্রাস ।।
সেই ভয় দেখানো ভু্তের মোরা করবো সর্বনাশ
এবার আনবো না হয় বিজয় মন্ত্র

বল হীরের দল
এই শিকল পরা ছল
মোদের এই শিকল পরা ছল

তোমরা ভয় দেখিয়ে করছ শাসন
জয় দেখিয়ে নয়
সেই ভয়ের টুটি ধরবো চেপে
করবো তারই লয় ।।
মোরা আসলি মরে
মরার দেশে আনবো পরাভয়
মোরা ফাসি পরেই আনবো হাসি
মৃত্যু জয়ের গল
এই শিকল পরা ছল
মোদের এই শিকল পরা ছল

ওরে ক্রন্দন নয় বন্ধন
এই শিকল ঝন ঝনা
এ যে মুক্তি পথের অগ্রদূতের
চরণ বন্দনা।
এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে
হানছে লাঞ্ছনা
ওদের অস্থি দিয়েই জ্বলবে দেশে
আবার বজ্রানল।

এই শিকল পরা ছল
মোদের এই শিকল পরা ছল।

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.