হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ লিরিক্স

 বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৪ শে মে ১৮৯৯ সালে চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ , ভারত) জন্ম গ্রহণ করেন। তিনি বাংলায় প্রায় ৩০০০ এরও বেশি গান লিখে গেছেন , যা আজও বাংলাদেশ তথা সারা বিশ্বের বিভিন্ন গীতিকারগণ তার লেখা গান নিয়ে পর্যালোচনা করেন।


হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ লিরিক্স
হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ



গেয়েছেনঃ নিলুফার ইয়াসমিন



হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ

দিলাম তোমার চরন তলে হৃদয়-জায়নামাজ ।।

আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর
(তব) চরন ছোয়ায় এই পাপিরে কর সরফরাজ।।

তোমার অজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।

যে শয়তানের ফন্দিতে ভাই
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দুরে
শুনে তকবীরের আওয়াজ।।

Post Comments

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.