বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ২৪ শে মে ১৮৯৯ সালে চুরুলিয়া, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিম বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ , ভারত) জন্ম গ্রহণ করেন। তিনি বাংলায় প্রায় ৩০০০ এরও বেশি গান লিখে গেছেন , যা আজও বাংলাদেশ তথা সারা বিশ্বের বিভিন্ন গীতিকারগণ তার লেখা গান নিয়ে পর্যালোচনা করেন।
হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ
কথা ও সুরঃ কাজী নজরুল ইসলাম
গেয়েছেনঃ নিলুফার ইয়াসমিন
হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ
দিলাম তোমার চরন তলে হৃদয়-জায়নামাজ ।।
আমি গুনাহগার বেখবর নামাজ পড়ার নাই অবসর
(তব) চরন ছোয়ায় এই পাপিরে কর সরফরাজ।।
তোমার অজুর পানি মোছ আমার পিরান দিয়ে
আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে।
যে শয়তানের ফন্দিতে ভাই
খোদায় ডাকার সময় না পাই
সেই শয়তান যাক দুরে
শুনে তকবীরের আওয়াজ।।
কোন মন্তব্য নেই: