আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর আরেকটি গান আপনাদের মাঝে নিয়ে এলাম। আশা করি গানটি আপনাদের বেশ ভাল লাগবে।
সে চলে গেছে বলে কি গো
গেয়েছেনঃ ফিরুজা বেগম
সে চলে গেছে বলে কি গো
স্মৃতিও তার যায় ভোলা। (হায়)
মনে হলে তার কথা
আজও মর্মে যে মোর দেয় দোলা॥
ওই প্রতিটি ধুলিকণায়
আছে তার ছোঁয়া লেগে হেথায়,
আজও তাহারই আসার আশায়
রাখি মোর ঘরের সব দ্বার খোলা॥
হেথা সে এসেছিল যবে
ঘর ভরেছিল ফুল-উৎসবে,
মোর কাজ ছিল শুধু ভবে
তার হার গাঁথা আর ফুল তোলা॥
সে নাই বলে বেশি করে
শুধু তার কথাই মনে পড়ে,
হেরি তার ছবিই ভুবন ভরে
তারে ভুলিতে মিছে বলা।।
**********************************************
কোন মন্তব্য নেই: